
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক : কলকাতা মেডিক্যাল কলেজে আগুন। দোতলায় আগুন লাগে। আগুন নেভানোর চেষ্টা করেন নিরাপত্তা কর্মীরা। ইমার্জেন্সি পাশের বাড়িতে আগুন। আগুনের জেরে সাময়িক আতঙ্ক ছড়িয়েছে। তবে বড় কোনও আগুন নয় বলেই জানা গিয়েছে। বাথরুমে আগুন লাগে। দমকলের ২ টি ইঞ্জিন গিয়েছে সেখানে। কোনও বড় দুর্ঘটনা না হলেও ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় রোগীর পরিবারের মধ্যে। আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে।
জানা গিয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগের বিপরীতে রয়েছে এমসিএইচ বিল্ডিং। সেখানকার দোতলায় রয়েছে কার্ডিয়লজি বিভাগ। ঘটনার জেরে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হাসপাতালের অগ্নিনির্বাহ যন্ত্রের সাহায্যে আগুন নেভানো হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলেই জানিয়েছে দমকল কর্তৃপক্ষ।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে সব রোগীরাই নিরাপদে রয়েছেন। তবে কীভাবে এই আগুন লাগল সেটা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় কাউন্সিলর এসে জানান, বড় কোনও ঘটনার আগেই আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। আগুন নিয়ে বিস্তারিত খবর নিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তবে বড় কোনও বিপদের আগেই আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে বলেই জানা গিয়েছে।
সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর
মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার
শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন
মেচুয়াপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কী জানালেন প্রত্যক্ষদর্শী?
টানা ১৯ দিন এই ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, কেন?
বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ক্ষতিপূরণ ঘোষণা মমতার
মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাইক চালিয়ে মৃত এক
কেউ ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে, কেউ অগ্নিদগ্ধ, মেছুয়া বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪